ক্ষত শব্দের শিকড় যতদূর যায় ঠিক ততদূর অবধি খিদে , কান্নাও।
অপ্রকাশ্য যা কিছু পড়ে নিচ্ছ নিজস্ব অনুবাদে, সেসবই বৃষ্টির পূর্বগান। মখমলি আড়াল ঘনিয়ে তোলার প্রস্তুতি।
জলতল ফুলে ওঠার সতর্কতা অথবা অভ্যস্ত পায়ের শব্দের জন্য শ্রবণপথের যে স্তব্ধতা, তাকে কি পড়তে পারছ আর?
একদিন সমস্ত উপড়ে তোলা সুড়ঙ্গ ঢেকে দেবে হলুদ মরশুমী ফুল।
ঋতুবদলের গায়ে লেগে থাকা উৎসুক আলোয় বেজে উঠবে সমারোহ।
যুক্তাক্ষরের ভিতর ঘন থকথকে অন্ধকারে নিরুদ্দিষ্ট পথ নিজেকেই খুঁজতে বেরোবে ঝুলি ও লণ্ঠন হাতে।
শিকড়ের কাছাকাছিই যাবতীয় সহ্যগুলো দাঁত চেপে জেগে থাকে---
নিজস্ব স্থানাংক ভুলে
আমি তাকে ছুঁই। তুমি?
অনিন্দিতা গুপ্ত রায়