মিনিয়েচার
১
একঘেয়ে শীত
একঘেয়ে গরম
একঘেয়ে
বৃষ্টি
ফিমেল আর মেল
প্লাগ,
সঙ্গম করে
যায়।
২
সঙ্গম একটি
হলন্ত শব্দ
শতকরায় পড়ে
থাকে
অভাব আর
স্বভাব।
৩
ভাব নিয়ে
অনেক খেলার পর
উবে যায়
সমস্ত উদারতা
তখন পড়ে থাকে
বস্তু আর
ছিবড়ে হওয়া আবেগ।
৪
আবেগের আঁটি
থেকে
তুমিও চেয়েছ
মুক্তির রণপা
ও
একটি টিকালো
নাক।
৫
নাক আসলে
একটি স্যুইচ
এসো টিপের
বদলে
তোমার কপালে
এম.সি.বি
পরিয়ে দিই।
2 মন্তব্যসমূহ
অসাধারণ, অসাধারণ
উত্তরমুছুনমৃদু এবং যথাযথ
উত্তরমুছুন