সাম্প্রতিক

6/recent/ticker-posts

দেবার্ঘ সেন : কবিতা

 


গুচ্ছ কবিতা



মিনিয়েচার


 

 

একঘেয়ে শীত

একঘেয়ে গরম

একঘেয়ে বৃষ্টি 

 

ফিমেল আর মেল প্লাগ, 

সঙ্গম করে যায়।

 

 

সঙ্গম একটি হলন্ত শব্দ 

শতকরায় পড়ে থাকে

অভাব আর স্বভাব। 

 

 

ভাব নিয়ে অনেক খেলার পর

উবে যায় সমস্ত উদারতা 

তখন পড়ে থাকে 

বস্তু আর ছিবড়ে হওয়া আবেগ। 

 

 

আবেগের আঁটি থেকে

তুমিও চেয়েছ 

মুক্তির রণপা ও 

একটি টিকালো নাক।

 

 

 

নাক আসলে একটি স্যুইচ 

এসো টিপের বদলে

তোমার কপালে

এম.সি.বি পরিয়ে দিই।

 


দেবার্ঘ সেন 

 

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ