সাম্প্রতিক

6/recent/ticker-posts

কৌশিক সেন: কবিতা

 


দুটি কবিতা

বানজারা

 

চুনরির বালুচরে পুড়ে গেছে মেঘ

এসো, করতল কাত করো,

গড়িয়ে যাক পারদ

অশ্রুত শোক থেকে বেহায়া বৃন্দাবন

এক এক করে উপড়ে তুলেছি চোরকাঁটা

ঘাগড়ায় শিশির জমে রোজ

ওর নামে ফরিস্তা পুষেছে কেউ

মেহেন্দিরঙে ভিজে যায় আসমান

তবুও কেতু চেটে খায় চোলির চন্দ্রমা

বেপাত্তা, তবুও আলাপন সারি উটের কুঁজে

ওখানে মরীচিকা জানি

তবুও স্নান সারি ঘুঙ্ঘটে, অন্ধকারে......

 


 

 

 

ওয়াটারলু

 

পরাজিত রাজার সাথে কাটাকুটি খেলেছি বহুদিন

কখনও বাগাটুলি, সাপ লুডো

গাঙুরের ওপাড়ে যেদিন রক্তাক্ত সূর্য উঠলো

রাজা উঠলেন,

ধুলো চেটে নিলেন বিজয়ী তাঁবুর।

তারপর হেঁটে গেলেন,

যেদিকে রক্তাক্ত গজ আর বোরেরা

আগুন পুহিয়েছে রাতভর।।

 



কৌশিক সেন

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ