টমাস ট্রান্সট্রোমারের হাইকু :অপার দূর্বোধ্যতা / ভাষান্তরঃ অভিজিৎ পালচৌধুরীব
(প্রথম পর্ব)
(প্রথম পর্ব)
টমাস ট্রান্সট্রোমার (১৯৩১ - ২০১৫)
সুইডেন-এর সবচেয়ে উল্লেখযোগ্য কবি ।
সুইডেনে তাকে "ঈগল কবি" বলা হয় কারণ তার কবিতায় এক রহস্যময় দৃষ্টিকোণ নিয়ে একটা উচ্চতা থেকে দেখা পৃথিবীকে পাওয়া যায় অথচ তার নখদর্পণে উঠে আসে প্রাকৃতিক পৃথিবীর প্রতিটি খুঁটিনাটি । তার কবিতা যেন এক সীমান্ত অভিযান - নিদ্রা ও জাগরণের, চেতনা ও অবচেতনার । পেশায় মনস্তত্ত্ববিদ এই কবি ২০১১ সালে সাহিত্যে নোবেলজয়ী হন।
তার লেখা হাইকু কবিতার মূল ইংরেজি অনুবাদ থেকে কয়েকটির বাঙলা রূপান্তর এখানে দেওয়া
হল যেগুলো The Great Enigma (2004) এবং
Prison (1959) সংকলনের অন্তর্ভূক্ত ।
------------------------------------------------
সুইডেনে তাকে "ঈগল কবি" বলা হয় কারণ তার কবিতায় এক রহস্যময় দৃষ্টিকোণ নিয়ে একটা উচ্চতা থেকে দেখা পৃথিবীকে পাওয়া যায় অথচ তার নখদর্পণে উঠে আসে প্রাকৃতিক পৃথিবীর প্রতিটি খুঁটিনাটি । তার কবিতা যেন এক সীমান্ত অভিযান - নিদ্রা ও জাগরণের, চেতনা ও অবচেতনার । পেশায় মনস্তত্ত্ববিদ এই কবি ২০১১ সালে সাহিত্যে নোবেলজয়ী হন।
তার লেখা হাইকু কবিতার মূল ইংরেজি অনুবাদ থেকে কয়েকটির বাঙলা রূপান্তর এখানে দেওয়া
হল যেগুলো The Great Enigma (2004) এবং
Prison (1959) সংকলনের অন্তর্ভূক্ত ।
------------------------------------------------
টমাস ট্রান্সট্রোমারের হাইকু :
অপার দূর্বোধ্যতা
#
দেওয়ালবাতি গুলো জ্বলে উঠলে
নিশাচর দ্যাখে
এক পরাবাস্তব ঔজ্জ্বল্যের অবক্ষয়
#
ছেলেটি দুধ খেয়ে
নিশ্চিন্তে তার কয়েদে ঘুমোল
পাথরের মা যেন
#
ভুল বানানে লেখা জীবন
সুন্দরতা থেকে যায়
উল্কি যেমন
#
কুয়াশায় মৃদু গুঞ্জন
ডাঙা থেকে বহুদূরে একটা জেলে নৌকা
ঢেউ-এর ওপর স্মৃতিফলক যেন
#
মৃত্যু ঝুঁকেছে আমার ওপর
দাবার ছকে আমি একটা ঝঞ্ঝাট
ওর কাছে উপায় আছে
#
দেখ কেমন বসে আছি
ডাঙায় ওঠা নৌকোর মত
এখানে আমি সুখী
#
রোদের আলোয় লাগাম পরে
পথগুলো ছুটছে
কেউ কি ডাক দিয়েছিলে
#
একটা অন্ধকার ছবি
রঙের আড়ালে দারিদ্র্য
ফুলেরা কয়েদি পোশাকে
#
একটি উন্মোচন
সুদীর্ঘকালের আপেল গাছটি
সমুদ্র ধারে কাছে
#
সমুদ্র একটা প্রাচীর
সী-গালদের চিৎকার শুনতে পাই
তারা আমাদের হাত নাড়ছে
#
ঈশ্বরের বাতাস পেছনে
একটা আঘাত যা নিঃশব্দে আসে
একটি অতি দীর্ঘায়িত স্বপ্ন
#
ছাইরঙা স্তব্ধতা
নীল দৈত্যটি চলে যায়
সমুদ্রের ঠান্ডা বাতাস
#
একটা বাতাস বিশাল এবং শ্লথ
সমুদ্রের লাইব্রেরী থেকে
এখানেই আমি বিশ্রাম নিতে পারি
#
পাখি-রা মানুষের আকারে
ফলন্ত আপেল গাছেরা
অপার দূর্বোধ্যতা
অভিজিৎ পালচৌধুরী