সাম্প্রতিক

6/recent/ticker-posts

শমিত সান্যাল:কবিতা

 


কবিতা

অথবা আত্মরতি


 

ভালোবেসে

আত্মরতির শেষে ফিরে পাই ভাঙা আয়না 

বায়না করা পুরোন অ্যালবাম

ভাঙাচোরা পাগলা ঝোরা আলটপকা জব্দ হওয়া

ফুরিয়ে যাওয়া কিছু শব্দের মৃতপ্রায় জলপ্রপাত

 

আলো তবু ফিরে ফিরে আসে

রাত্রির শেষে জবাকুসুম সঙ্কাশে দীর্ণ ফুসফুস

এই প্রাণে জেগে ওঠে হিমবাহী ঘুম 

এত আলো ভালো লেগেছিল তবু ছায়া নিরঙ্কুশ

মরুভূমি পার হয়ে চলে যায় জলের সন্ধানে

 

এই তৃষ্ণা শুধু জানে 

দূরগামী গানে ত্রাণে হাওয়ার উজানে 

এ আমার সর্বস্ব নীরক্ত প্রণামী

ছুঁড়ে দিই জ্যা মুক্ত তিরের উল্লাসে

 


                                            শমিত সান্যাল

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ