গুচ্ছ কবিতা
নীলাভ সবুজ শৈবাল
–
১
এভাবে যখন খাতার সবকটি পাতা ভরে যায়
স্বাক্ষরে,
এভাবে যখন বইয়ের ভারে দেওয়াল ভেঙে পড়ে,
এভাবে যখন প্রথম-প্রেমিক, কাগজের নৌকা ছুড়ে মারে,
তখন শরীর থেকে সুগন্ধ বেরোয়,
ভিতরে জন্ম নেয় কুবো পাখি,
গলাটা জিরাফের মতো বেড়ে উঠে আকাশ ছুঁতে চায়।
আমি টিমটিম করে জ্বলি হ্যারিকেনের সলতের উপরে,
গোল হয়ে ফুলে উঠি রুটির ভিতরে,
দেওয়ালের ছায়ার মধ্যে বেড়ে উঠি,
ফের ছোট হই,
কলমের প্যাঁচ থেকে চুইয়ে পড়ে নীলাভ সবুজ শৈবাল–
২
শেষ থেকে শুরু হয় আমাদের গণিত জীবন।
ফের সেই হাঁদামুখো লসাগু গসাগু, ফের সেই
আটের দশকে, পিঠে ব্যাগ
বেঁধে জয় করি
বাংলা মিডিয়াম–
স্টিলের টিফিনকৌটো থেকে, পায়ে পায়ে হাঁটে
বান পাউরুটি, লাফ দড়ি
খেলে সবুজ স্কুলের মাঠে
ভাষায় ভাষায় কোলাকুলি,
কী সহজ দ্বিতীয় বন্ধনী ভেঙে প্রথমের ঘরে ঢুকলাম।
শেষ থেকে শুরু করে নয়-আট-সাত গুনে শূন্যে এলাম।
তারপর তোমার সাহস-লাঠিতে ভর করে
ভাসলাম মূক ও বধির অঙ্কে...
৩
যদি জানলার ঘোলাটে অন্ধকারে, হে তৃতীয় পুরুষ তুমি নিরাকার স্বপ্নের আঙুলে, তুলে
দাও যৌবন, লাট্টুর মতো এই ঘন দুধ ফেটিয়ে মাখন তুলব আমি। জেনো,
যশোদাও দেখেছিল দর্পণ– শ্রাবণ-শরীরে মেখে
অতর্কিত কবিতার হয়েছে বিশ্বরূপ-দর্শন...
0 মন্তব্যসমূহ