সাম্প্রতিক

6/recent/ticker-posts

সৌমাভ:কবিতা

 

দুটি কবিতা


অপরিচিত


এই কবিতার তিনটি চরিত্র-- পা, বালি ও জল

যার পা তিনি আকাশ অবদি দাঁড়িয়ে,

যার জল তিনি দিগন্ত পর্যন্ত ছড়িয়ে,

যার বালি তিনি পাতাল মুখে ব্যপ্ত

ওই যে দিনান্তি বসু সমুদ্র সেনগুপ্তের কাঁধে মাথা রেখে...

এঁরা কবিতার বাইরের কেউ নয়, ভিতরেরও নয়,

তাঁদের গোধূলি নিয়তি নিয়ম পেরিয়ে 

অসমাপ্ত সমুদ্র-নক্ষত্র হয়ে ফুটেছে আকাশে


মন


প্রার্থনার পর চোখ খুলে দেখেছি তোমায়

স্কুল ছুটির পর বাড়ি ফেরার সময় 

অন্ধগলির ভিতর থেকে যেমন নার্সারি শিশু দেখে সাদা আকাশ

দুটি পাতা ঝরে, আমি তাদের দেখতে পাইনি

তুমি তো এখানে ছিলে

তুমি তো এখানে ছিলে না

তোমার আসার গন্ধে চারদিক ম-ম

শালুক-ভাসানো মাঠে ওই যে বাঁশের সেতু

কীভাবে পেরোই তাকে,

কাছে থেকে দূর, দূরের মাঝে যে সেতু সে এই অসমাপ্ত মন

 



সৌমাভ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ