সাম্প্রতিক

6/recent/ticker-posts

সব্যসাচী মজুমদার :কবিতা

 


দুটি কবিতা 

 


শুধু মনে পড়ে

 

শুধু মনে পড়ে,   আলো হয়ে গেল

                          আলো হয়ে আসে

                          আলো হয়ে যায়

রঙ নেই কোনও  

               শুধু আলো আর বাতাসের ঝোঁক

'তুমি' বলতেই মনে পড়ে শোনো,

                 ঝড় হয়েছিল,জল উঠেছিল

ডুবে গিয়েছিলে ভিন্ন কারণে

 

বেণুবন তবু জোনাকি জোনাকি

ঝুঁকে আছে স্রোতে

 

তুমি বললেই ভূতের মধ্যে ঢুকে বসে থাকি

গায়ে লেগে যায়

                   চৈ চৈ চৈ

                   চৈ চৈ চৈ

 

 

 

দেখা হয়ে যাবে

 

দেখা হয়ে যাবে

 

দেখা হয়ে যাক গতিবেগময়

দেখা হয়ে যাক উচ্ছ্রিত মেঘে

যেখানে কিছু না

আলো জ্বলে নেভে।

 

তুমিও তখন

শ্রবণাতীতের রহস্য বুঝে

উঠে এসে খাও আমার পাঞ্জা

পাঞ্জার ভারে কেঁপে উঠেছিল

তোমার মধ্যে বালকের দল

 

তবু দেখ কত ক্ষমা চাই

কতবার মুখে তুলে নিই মৃত

পাখির দু 'ঠোঁট

 

দেখা হয়ে যাক,পুরোন প্রবাদ?

লবণে তোমার সাপ রয়ে গেছে এখনও

 


 সব্যসাচী মজুমদার 

 

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

  1. সব্যসাচী মজুমদারের কবিতা সবসময় একটা নতুনত্বের আস্বাদ এনে দেয়। খুব ভালো লাগল দুটি কবিতাই। -পৃথা চট্টোপাধ্যায়।

    উত্তরমুছুন
  2. ভারি সুন্দর লেখা।
    - রাজদীপ ভট্টাচার্য

    উত্তরমুছুন
  3. অনবদ্য সব্যসাচী! অসামান্য! শব্দের অর্কেস্ট্রা যেন একাধিক বাজনদার সহ বাজিয়ে চলেছে একই সুর, গমকে গমকে, এতটুকু বিচ্যূতি নেই, তীব্র এক কম্পনে কেঁপে ওঠে স্নায়ুর পালক, উড়ে যাবে ভেবে রাখা ছিল, তবু আকাশের খোঁজ ভুলে পৃষ্ঠা খুঁজে পেল কবিতার...
    সমকালীন বাংলা কবিতার অন্যতম অবিসংবাদী কলম নিঃসৃত সুধারসে ভিজে ওঠে মননের প্রতিটি বাঁক...

    উত্তরমুছুন