গুচ্ছ কবিতা
আংশিক মেঘাচ্ছন্ন
০৯/০৪/২০২২
আমিনুল ইসলাম
১
ঠিক হলো না!
নাঃ ঠিকই তো হয়েছে
দুর দুর যতো সব
ভাবনার চরকায় সুতো
কানে তুলোর ফিসফাস
চোখের বদহজম
তাহলে কী তুমি
মানে টানে কিচ্ছুটি নেই!
সোজাসাপটা সময়
জানালাগুলো লুটিয়ে পড়ছে ~
২
লাট খেতে খেতে ঘুড়িটি নিঃসঙ্গ ~
হারানো দৃশ্যের কাছে ফিরতে চাওয়া
না-পাওয়াগুলো মাইনাস করছে সেভিংস
টুথব্রাশের প্রেমে সেজেগুজে সকালের নরম
ভাঁজ খোলা কথার রোপণ
গোপন খেয়ালে তন্তু পাকাচ্ছে, লাটাচ্ছে...
লাটাতে লাটাতে অন্যদিকে
আত্মবিশ্বাস ক্রমবর্ধমান~
৩
এই যে নদী, চারুলতা, চারুকলা প্রদর্শনী
দেখে ফিরছে হাঁসদের রাজতন্ত্র
ঘুটঘুটে অন্ধকারে
তালপাতার হাতপাখা
স্বপ্ন দেখছে সেপাই সাজার
জিরো-মেকআপ
জননতন্ত্রের নদী বইছে জলাশয়ে ~
৪
মগজধোলাই হওয়া জলের নলকূপে
একটি আইডিয়া শেয়ার করুন ~
আইডল ম্যান আইকনিক ল্যান্ড
ন্যাচারাল গার্লস প্রোগ্রামিং হচ্ছে
শাওয়ার, আলট্রা পাওয়ার
একস্ট্রাটাইম ওভারলুক করে চলা
বিস্ময়জনিত আপত্তি সমূহ
স্বরচিত সামন্ততন্ত্রের পাঁজর~
ইলেকট্রনিকস ঈশ্বর জেগে
আছেন
খিদমতগার খোদা এই কালো রঙের কাঁটায়
আর কতো সূর্য লুকোবে!
৫
ঘুম নান্দনিক ঝরছে ~
গভীর শূন্য অথবা খাঁ খাঁ খাঁ-চা-য়
অথবা আলপিনের আ-গা-য় পৃথিবীর বিবর্তন
এই মোহ-মায়ায় জড়িয়ে দীপ্তিহীন জড়বস্তুর জীবন
সুরভি ছড়িয়ে যাচ্ছে ফুলের আলতো হাওয়ায়
তারা মনের ভেতর রেওয়াজ করছে হারমোনিয়াম
কতশত রক্তের নান্দনিক উন্মাদনা ছুঁয়ে সকাল~
রঙিন ওড়না মোড়ানো দেবদারুর দাসত্ব
ঘুম নন্দিত ঘুঘুর, একলা মেঘ ঘনিয়ে এলে
কাঠফাটা পিপাসায় একচুল আরামের ডানাকাটা পরীটার গল্প লাগামহীন যুদ্ধনদী ~
এই বয়ে চলা সমুদ্রে
নিমিত্ত খড়কুটো~
৬
এন্টার বাটনটিতে প্রেস করতেই
প্রবেশ ~
উন্মুক্ত সাম্রাজ্যে
বোয়ামে আবদ্ধ জেলির নরম ভাঁজ
এখন গ্রীষ্মকাল, অবেলায় ঘুঘু ডাকের মাসুল
তোলা ছবি দেখছিল পাখিদের গোলাম
বিবির রূহ্ থেকে জিসম
এক নিঃশ্বাসে হজম করার পর
হরতনের নবাব উদিত হলেন
পুনরায় এন্টার বাটনটির
ঐশ্বর্য দ্বীপ্যমান ~
৭
ডিসপ্লে অন করতেই ছবিগুলো~
বিমূর্ত ডানাদুটির কাছেই
জাগরিত মোমের শিখা ভ্রু-কম্পিত হাওয়ায় ~
খেলতে খেলতে
আর খালি হয়ে যাওয়া বুকের
ছিপি ~
৮
মাছরাঙার চোখে নয়নাভিরাম সূর্যাস্তের গন্ধ লেপ্টে ~
ঝোপ বুঝে কোপ, সে জানে
এতএব -
ধরা যেতেই পারে যথা সময়ে
যথা স্থানে ইমারত তৈরি হবে
অথচ এই চোখ এই খিদে, শরীর ও মন
জানালা খুলে নিঃস্ব বাতাসের অপ্রতিরোধ্য
বীরত্বের বিরোধ করবে না -
তবুও মনের গোপন কোনে
রাখা বরফ
কীভাবে কখন লক্ষ্য ভেদে
গলনশীল ...
৯
চতুর্থত একটা বোকা বাক্সের তালা
সহজ~
অবসর ও অবস্থানগত তারতম্যে~
নদীর বুকে জল মানুষের ভেতর ক্রিয়াশীল
প্রেমিকসত্তা গাছ-পাতা ও ফুলে সঞ্চারিত
অবুঝ মেরুদণ্ডে বাতাসের গণআন্দোলন
ব্যথার আশ্রয়ে নিঃশর্ত জানালাগুলো ~
বিমূর্ত অক্ষর আর কিছু
শব্দের জন্মনিয়ন্ত্রণ ~
১০
এই প্রজ্ঞাপণ ও গণ-সমর্থনের দেয়ালজুড়ে
বৈষম্যের ফুল~
তীব্র আরও তীব্র পলাশের রং দুপুরকে সমর্থন জানায়
আহাম্মক ঘড়ির প্রাণ সংশয়
আর দালানকোঠা পেরিয়ে উঁচু উঁচু স্বর্গরথ ~
ঈশ্বর তুমি নগন্য নও
তবু কেন এই সাজানো বাগানে নির্বিকার ঢেলে দিচ্ছ এতো অন্ধকার ~
0 মন্তব্যসমূহ