আশ্রয়
যদিদং হৃদয়ং তব উচ্চারণে মুখর চারিদিক
মন্ত্রের ভেতর লুকিয়ে থাকা অধিকার শুধুই
জংঘা, যোনি, স্তনের। সুস্বাদু মিথ্যের জালে রমণীর জড়িয়ে থাকা একজীবন।
ভাঙাচোরা দিনের আলোয় বিক্ষত মন চায় শুদ্ধ পারাপার।
কী আছে কালো পর্দার ওদিকে? অন্ধকারও কখনো দেয় নিশ্চিন্ত আশ্রয়।
0 মন্তব্যসমূহ