সাম্প্রতিক

6/recent/ticker-posts

পৃথা চট্টোপাধ্যায়

 


গুপ্তধনের নীল নকশা




সূর্য উঠলেই তানপুরায় জাগে ছন্দ


গাছে গাছে ছড়িয়ে পড়ে তার মায়া


নন্দিনী আঙুল জড়িয়ে ধরে আলো


সুরের মূর্ছনা কোন্ মন্ত্র বলে টেনে নেয় তাকে

আলোর মোহ ঘিরে ধরে তানপুরার সুঠাম দেহ


ধ্রুপদীর কারু কাজ সরিয়ে ছুঁয়ে ফেলে রোদ

এক একটি তারে নতুন স্বাদের মূর্ছনা

সপ্তাশ্ব রথে চড়ে সে আসে যেন এক অধীর আবিষ্কারের আনন্দে


তানপুরার তারে সেদিন ওঠে না বলা বাণীর এক নতুন ঝঙ্কার, এক নতুন সুর


কোনো কোনো দিন কীভাবে যেন গুপ্তধনের নীল নকশা খুঁজে পাওয়ার মতো হয়ে ওঠে
 


--------------------------------------

ছবি ঋণ: গুগল


একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ