সাম্প্রতিক

6/recent/ticker-posts

মঞ্জীর বাগ

 


দুটি কবিতা

আকাশ রঙের মেঘ 

 

কিছু দূর হাঁটলেই একথা বলার নয়

তুমি সহযাত্রী ছিলে। তোমার জানালা বন্ধ করে

রাখা স্বভাব।বন্ধ জানালা দিয়ে রোদ আসবে না

জেনেও টেবিলের ওপর গাছ রাখি। স্বপ্ন রাখার

কৌটো খুঁজে না পেয়ে বিস্কুটের মধ্যে ভরে ঘুমিয়ে

 পড়ি। ওরিও বিস্কুটের স্বাদে স্বপ্ন বড় হয়।ওর মুখে

মাটির ঘ্রাণ লেগে নেই।স্বপ্নকে বড় করতে গিয়ে 

সাজানো  ইন্ডোর প্ল্যান্ট সাজানো শৌখিন।আকাশ রঙা মেঘে ঘুড়ি উড়ছে….

 

সমীকরণ


 

গান শুনলে ঈশ্বর হয়ে যাই

সমীকরণ  সহজ  দুই  আর দুই পাঁচ

সব কিছু সরল ধারাপাত। বৃষ্টি হচ্ছে

ভেসে যাচ্ছে জলের ব্যঞ্জনা।ঠিকানা খুঁজে খুঁজে

রক্তের জমিতে লেখা ভোরের দোয়েলের গান

নদী নারীর মতো মায়াময়। রক্তমাখা শরীর ধুতে 

এসে আমি ঘুমিয়ে।কফিনে পুর্ব ঘটনা সমীকরণে

জন্মের কাছাকাছি মৃত্যুর বাস


--------------------------------------

ছবি ঋণ: গুগল


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ