সাম্প্রতিক

6/recent/ticker-posts

ইন্দ্রাণী দত্ত পান্না

 


পুরনো অসুখ নতুন লড়াই

নিজের ছায়া থেকে সরে যাচ্ছি লাফিয়ে।মুখোশের নিরাপত্তায় রেখেছি নিজেকে! আর বাড়তি সতর্কতায় শুঁকে নিচ্ছি আতর আর খাবারের গন্ধ।
ঘরের মধ্যে লাফিয়ে ঢুকে পড়ছে বিশ্ব ব্যাপি যম থাবা।
কতগুলো চেনা মুখ পরিসংখ্যানে যুক্ত হল
নিষ্ঠুরতা বার বার পোশাক বদলে ঢুকে পড়ছে নিরীহের সংসারে
তবু

বেঁচে আছি এটুকুই সব নয় আরও কিছু লাগে তো জীবনের তাই কান পেতে থাকা প্রিয় স্বর প্রিয় বার্তা অথবা বার বার মুখগুলো খুঁজে নিচ্ছি সীমাহীন  অন্য পরিসরে।

আষ্টেপৃষ্ঠে প্লাস্টিকে মোড়া শক্ত কাঠ দিন গুলো  দীর্ঘ আর সংক্রমণে অচ্ছুৎ ।

যে কোনো দিন অস্ত্র পড়ে যেতে পারে

তবু যুদ্ধ  জারি রইল।


--------------------------------------

ছবি ঋণ: গুগল




একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ