গুচ্ছ কবিতা
একতা রু রু শৈশব
৬.
নিমফুলের আড়
আতরসন্ধ্যা
এই তো বেশ
বাড়ছে মউ
আর মাঘিবনের
বিঘোলতা।
আনবাঁশিতে হাড়ে পাকা
বর্ণগুলো
ঝুলন করে
শ্রাবণ দিঘির গন্ধকেলি
দুফোটা গান জানুবরাত
চন্দ্রাবলী মৈথুনে দেয়
একটু ত্রিতাল।
ষাট এরিনায় কর্ণফুলী
জ্যোৎস্না খেলে
নাচের আখর
মুখের উপর
ঢেউ ফেলতে
আয়নাপনা।
কে যেন নেই
কী যেন নেই
গলছে শুধু উঁকিগুলো …
৭.
ধূ ধূ-র পাড়ে বিজোড়ঘন
কুয়াশার ফেউ
খাসবাজারে সাঁতার ধুনছে
একপর্দা ।
তিন বিঘতের লাই পুড়িয়ে
হি হির কোলে
ফেরি হচ্ছে
মাঠ ময়দান হাওয়া।
উল্টো ভাসান আড্ডা ছুঁয়ে
শ্মশান কোমল
চাঁদ পেরোতে
বালাইষাটের ঘাট।
ছুট বাড়ন্ত বয়স এখন
উপোস ঘেরে
ফুটি ফাটা …
৮.
অটোগ্রাফের ঝুরি
লতিয়ে লতিয়ে দুকলি
বর্ণমালার গালে
টুসকি দেওয়া
ছুটির ঘন্টা।
সহবাসের তাল
কানে কানে
একটু কান্না দিলে
একান্নঘর
উদাস চালায়
বিলি কাটা
সন্ধিমোমের ছই।
মিশকালো জল
ছেঁড়াদাগে
ছায়ার কোলে
বড়ো হচ্ছে
এই ভাসমান
দুদিক থেকে
দুলে দুলে।
দুধের মূল জ্যামুক্ত…
7 মন্তব্যসমূহ
আমারও উদাস চালায় তোমার শব্দে গাঁথা সন্ধিমোমের ছই বিলি কাটতে শুরু করলো বন্ধুকবি - পল্লবদা
উত্তরমুছুনষাট এরিনায় কর্ণফুলী
উত্তরমুছুনজ্যোৎস্না খেলে
নাচের আখর
মুখের উপর
ঢেউ ফেলতে
আয়নাপনা।/
কানে কানে
একটু কান্না দিলে
একান্নঘর
কীসব অসাধারণ রচনা! কলমে নতুন খেলছে কেবল! দারুণ দারুণ !!
শব্দ আর শব্দজোড়ে জোর দিতে দিতে কবিতার চলনজনিত ঘর্ষণ বড় আনন্দ দিলো দাদা।
উত্তরমুছুনশব্দ আর শব্দজোড়ে জোর দিতে দিতে কবিতার চলনজনিত ঘর্ষণ বড় আনন্দ দিলো দাদা। সব্যসাচী
উত্তরমুছুনকেবল চিত্তরঞ্জিতই হল না , বিস্মিওত হল , এখনও শব্দ প্রয়োগের এই ক্ষমতায় ।
উত্তরমুছুনবাঃ
উত্তরমুছুনভালো লাগলো
উত্তরমুছুন