সাম্প্রতিক

6/recent/ticker-posts

সৌমনা দাশগুপ্ত

 



দুটি কবিতা


 

শুধু ছাই ওড়ে

 

কেন এত সরাসরি হাওয়া দিল

গরিষ্ঠ বেজেছে কেন লাল 

 

থমথমে শিকড়ের থেকে 

দাবানলে ভেসে যায় গাছ 

 

তারাদের মাংসাশী খিদে; রক্তশরীর

ধারালো বসন্ত-শ্রমে ঘাস ভিজে যায়  

 

গর্ভজলে মুখ ঘষে

আধাআধি ভাগ হল চাঁদের বিকার

 

নীলকে খুবলে তোলে হাড় 

নীলকে খুবলে তোলে একা এক হাড়

 

গাছের ফুসফুস থেকে শুধু ছাই ওড়ে 

 



কুঠারের ঘাম

 

বৃষ্টি ও বাতাসে ভাসে সবুজের হ্রেষা

 

সূর্য দ্বিধায় ফিরিয়ে নিয়েছে তার মুখ 

আগুনও বসেছে ঘাড় গুঁজে

 

ধারালো ছুরিতে রাত কাটছে আমাকে 

ডিঙির কিনারা ছুঁয়ে শীতের কামড় 

 

জাড় লাগে, কুবাতাস লাগে 

 

হাজার গ্যালাক্সি ফোটে টগবগ

থরে থরে গাছ হতে খসে পড়ে জিভ

 

খোলা পরিখার থেকে উড়ছে কুঠার

কবিতার গায়ে-মুখে কুঠারের ঘাম




 

একটি মন্তব্য পোস্ট করুন

7 মন্তব্যসমূহ

  1. তোমার আর নাম বা ছবি না দিলেও চলবে, কবিতার শব্দ গুলোই পরিচয় বহন করে 😀 খুব ভালো লাগল 💛

    উত্তরমুছুন
  2. দুটি কবিতাই খুব সুন্দর। মনকে নাড়া দিয়ে যায়। অনেক অনেক শুভেচ্ছা রইল। ভালো থাকবেন।

    উত্তরমুছুন