সাম্প্রতিক

6/recent/ticker-posts

রিনা রানি দাস


"পয়ার ভাঙ‌ছে"




সোনার ক‌লসে পু‌জো 'মাহ্ এ ভাদর'
                 চৈতালী আগুন বিঁ‌ড়ে ডাহুকী আদর।

‌পিং পং বল দো‌লে ম‌নের ভিতর
                      পাকা-কাঁচা ব্যথা সয় হলুদ ইতর।

কলম-কলস পে‌টে জ‌লের অভাব
                   জল প‌ড়ে পাতা ন‌ড়ে' ক‌বির স্বভাব।

আঙুলের ডগা থে‌কে বিনয়ী হাজার
               উঁ‌কি মা‌রে, ছোঁ ডানায় পগা‌রের পাড়।

দ‌মে দ‌মে ক‌মে যায় আয়ুর সকাল
             মায়া আর মোহ ছা‌ড়ে গোধূলী বিকাল।

‌নিভু নিভু সন্ধ্যাবা‌তি জাগায় আশার
                ছলনা, প্রভুর কিনা জানে না আঁধার।

‌দিন শে‌ষে জীবন কি খাঁ‌টিয়ার সাজ
             সাদা থা‌নে কাঁথা মু‌ড়ে সাঁনাই‌য়ে রাজ।

কাজল ম‌ণির কো‌ণে আকাশ ঘু‌মি‌য়ে
                 মেঘ না‌মে তু‌লো‌ হ‌য়ে দিগন্ত ফু‌পি‌য়ে।

ছক্কায় হা‌রি‌য়ে গেল ব‌লের আকার
                    পাটাতন নীলাম্বর কেঁ‌দে কু‌টে সার।

ব্যথার পাখায় হাওয়া বেদম পিটায়
                    বেলুন ফু‌টোয় কাঁ‌দে কবরের ভিটা।



রিনা রানি দাস