সাম্প্রতিক

6/recent/ticker-posts

আফজল আলি



ধ্বনির প্রাবল্যে



এভাবে আমি ঘুমগুলোকে নিবিষ্ট করলাম
আমার ডান হাতে আছে একটি ম্যাজিক ঘড়ি
যা দিয়ে আমি চলে যাই 500 কিংবা 1000 বছর
রাত ঘুরে বেড়ায় জোনাকির শহরে
অস্পষ্ট আলো পাতার দরজায়
এখানে হয়তো খবর আছে , তবে প্রচার নাই
ওরা ডাকে
ওরা ঘড়ির কাঁটার উল্টো দিকে ধবধবে জ্যোৎস্নায়
এখন যেকোনো দিকেই চলে যাওয়া যায়
শোকের উঠোনে অথবা বালিহাঁসের নিশানে
প্রচন্ড শব্দ-কাতর , ধ্বনির প্রাবল্যে
ভেঙে যাচ্ছে
আমার হাতের মুঠোয় দীর্ঘ একটা জীবনের অন্ধকার
এত ফাঁকা চারপাশ এত শুনশান
হাওয়ায় ঘুম আসে না , বাঁ হাতের আঙ্গুল যেন




আফজল আলি