নামে কি এসে
যায়
বসন্তপুর
স্টেশনে দাঁড়িয়ে যতদূর চোখ যায়
অথৈ শ্রাবণ
পলাশের
নামগন্ধ নেই। তা তা থৈ থৈ জল।
টিনের চাল
থেকে গড়িয়ে পড়লো একফোঁটা...
দুধ চা, মারুবেহাগ আর তোমার নাম।
নামে কি এসে
যায় বলে ফোন নামিয়ে
মেয়েকে নাচ
তোলাচ্ছিলে তুমি,
"আজি
ঝরঝর মুখর বাদর দিনে"
এই ভরা
বসন্তে! স্ক্রিনশটে ভার্চুয়াল পলাশ।
আর বইয়ের
তাকের ভিতরের কোণে শঙখবাবুর
তেত্রিশ
পাতায় দু একটা বরন্তী ফেরত শুকনো পাপড়ি,
সে যাক গে.....
যতদূর চোখ
যায় ততদূর শ্রাবণ
দৃষ্টি ঝাপসা
হয়ে এলে চশমায় ডাকনাম,
" বৃষ্টি,
কোথায় হারালে!"
নিলয় নন্দী