সাম্প্রতিক

6/recent/ticker-posts

শুরুর কথা


শুরুর কথা

প্রতিদিন আমরা এক অন্ধকার পেরিয়ে আরেক অন্ধকারের দিকে যাই। অন্ধকার সময়ে স্বপ্ন দেখি। আলোর দিকে চেয়ে থাকি। মাঝখানে একটু আলো এসে পড়ে। সেই আলোর সময়টুকু আমরা কাজ করি। সে কাজ কিছুটা জীবনের কিছুটা জীবিকার জন্যআমাদের সারাদিনের অভিজ্ঞতা  অনুভব দর্শন আমাদের লিখিয়ে নেয়। আমরা লিখি অথবা প্রকাশের অন্য কোন মাধ্যমে তা অনুবাদ করি যা শিল্প হয়ে ওঠে বা শিল্প করে তোলার চেষ্টা থাকে। সেই সব কাজ প্রকাশের মাধ্যম বা প্ল্যাটফর্ম চাই। এবং সইকথা সেই প্ল্যাটফর্ম যেখানে প্রখ্যাত সাহিত্যিকের সঙ্গে একজন উদীয়মান  কবি বা শিল্পীর কাজ পৌঁছে যাবে মানুষের কাছে। এবং সইকথা পরিবার ২০১৭ সালের ২৩ মার্চ থেকে শুরু করে একসাথে পথ চলছে। সাংস্কৃতিক বিভাগের কাজ-কর্ম ছাড়াও সাহিত্যের জগতে তার প্রবেশ এই এবং সইকথাওয়েবজিনের মাধ্যমে।  আকাশে তো অনেক উড়োজাহাজ রকেট উড়ছে। এবং সইকথা না হয় ইচ্ছে ফড়িং হয়ে উড়ুক যার ওড়ার কোন নির্দিষ্ট বাধাধরা নিয়ম নেই যখন খুশি যেমন খুশি।

এবং সইকথা ওয়েবজিন
সম্পাদনা
শীলা বিশ্বাস

সহযোগিতা
শ্রীশুভ্র
চিরঞ্জীব হালদার
বাণীব্রত ভৌমিক
সপ্তর্ষি বিশ্বাস
সোমা জানা

ওয়েবজিনের সঙ্গে যোগাযোগের ঠিকানা
Ebongsoikotha@gmail.com