সাম্প্রতিক

6/recent/ticker-posts

সত্যজিৎ ঘোষ: অণু গল্প: গঙ্গা স্নান



গঙ্গা স্নান 



পাতিপুকুর থেকে কলকাতা স্টেশনে ঢোকার মুখে কামরাটা একেবারে ফাঁকা হয়ে গেল বলা চলে। রুমিতা  কামরার শেষ প্রান্তে থাকা বৌদির উদ্দেশে বলল,

-ও বউদি এদিকে এসো

ট্রেনে ওঠার পর যে যেখানে সিট পেয়েছে বসে পড়েছিল। মিকিবউদি একটা খালি রিফাইন্ড অয়েলের জ্যারিকেন পাশে নামিয়ে রাখতে রাখতে বলল,

-ভাবলাম যাচ্ছি যখন খালি হাতে ফিরব কেন...

-ভাল করেছআমার ত ওজন তোলা বারণওর বাবা বছরে একবার করে দশ লিটার নিয়ে যায়,ওতে বছর চলে যায়...

-চিনিস তো তোর দাদাকে...

রুমিতা কোন উত্তর করে না। বউদি কথা চালু রাখতে বলে,

-ওটা টালা ট্যাঙ্ক না রুমি

-হ্যাঁ

-নতুন রঙ করার পর একেবারে চেনাই যাচ্ছে না

- যা বলেছ ঐতিহ্য বলে এখন আর কিছু নেই 

-হ্যাঁ রে রুমি তোর বউমার এখনও কোন খবর হল নাঅনেক দিন তো হল বিয়ে হয়েছে...

রুমিতা ফুঁসে উঠলমহারানীর ওসব ভাবার সময় কোথায়তিনি তো এখন জিম, কম্পিউটার ক্লাস নিয়ে ব্যস্ত 

-জিমে কেন ও তো রোগাই

-বলে তো শুনি মেরুদণ্ডের হাড় নাকি একটু বেঁকে গেছেআসলে ওসব কিছু না প্রিয়া যায় নাননদের সাথে পাল্লা দিতে হবে না 

-আর কম্পিউটার 

-বাবুর একটা ল্যাপটপ ঘরে পড়ে ছিলপ্রিয়া বললদাদা তোর তো এটা লাগছে না আমি নিয়ে যাববাবু তো এককথায় বোনকে দিয়ে দিলওমা কদিন যেতে না যেতেই বউমা সেটা চেয়ে পাঠালকি-না উনি কম্পিউটার শিখবেনজ্বলে গেলাম বউদি কী জিনিস নিয়ে যে সংসার করছি...

- তুই তা-ও ও বাড়ির রীতিটা এখনও বজায় রেখেছিস। তোর বিয়ের পর দেখতাম তোর শাশুড়ি চৈত্র সংক্রান্তিতে গঙ্গা স্নানে যায়। তুইও শুরু করলিআমরা বাড়িতে বলতাম রুমিতার মতো মেয়ে হয় না

-তুমি আর মা তো কতবার আমাদের সাথে এসেছকী বলতো বউদি তোমার ভাগ্য ভালো আমার মা'র মতো শাশুড়ি পেয়েছিলেতোমার নন্দাই তো বলে আমাদের বউমা যদি ওর মা-র মতো শাশুড়ি পেত বুঝত...

বৌদি গঙ্গার দিকে তাকিয়ে উদাস

-সে তো

-দেখো নাজানে কিন্তু আজ আমি গঙ্গা স্নানে যাবতা তার বাড়ি থাকার উপায় আছেভোর না হতে কোন চুলোর দোরে গেছেরাগ হয় কেন জান কোথায় যাচ্ছে কিচ্ছু বলবে না

-তোর ছেলে কিছু বলে না

-জানই তো ছোট্টবেলা থেকে বাবু কেমন চুপচাপকাজ ছাড়া কিছু বোঝে না,ওই জন্যই তো অতো বাড়ানি

-আচ্ছা রুমি তোর শাশুড়ি যে বৃদ্ধাশ্রমে থাকে সেখানে কখনও গেছিস 

- কী যে বল না বউদিসংসারের কাজের ঠেলায় সময় পাই কোথায়ওর বাবাও তো সেই একবারই গিয়েছিলআসলে কি বল তো বউদি অফিসসংসার সামলে ওর বাবাও সময় করে উঠতে পারে নাশাশুড়ি যাওয়ার পর কটা দিন সুখেই ছিলামতারপর এই কাল শত্তুর এল...

কথায় কথায় ট্রেন বি বা দি বাগ পৌঁছেছে। ট্রেন থেকে নেমে লাইন পেরিয়ে ওরা গঙ্গার ঘাটে নামতে গিয়ে দেখে এক তরুণী বধু নবনিতিপর বৃদ্ধাকে গঙ্গা স্নান করিয়ে সিড়ি বেয়ে উপরে উঠছে

এখন ভাটা স্নান করতে সিঁড়ি বেয়ে অনেক নিচে নামতে হবে

 



সত্যজিৎ ঘোষ 

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ