কবিতা
পৃথিবী জানে শুধু
এক টুকরো
মাংস আর এক টুকরো মাংসকে
লেহন করার
জন্য ছুটছে।
এক টুকরো
মাংস আর এক টুকরো মাংসের
বাটিতে কব্জি
ডোবাতে চাইছে।
অসংখ্য
ব্যবহার-জীর্ণ শব্দেরা হত্যে দিয়ে
পড়ে আছে এক
টুকরো পংক্তির জন্য
ষঅসংখ্য
অচলায়তন বনলতা সেনেরা
নিজেদের
ক্লিষ্ট আর অসহায় মুখগুলিকে নিয়ে দিশেহারা;
সংগম-ক্লান্ত
নদ-নদীরা উপমার গোমুখ হওয়ার
চাইতে পাখি
হয়ে উড়ে যেতে বেশি পছন্দ করে
এদিকে আমাদের
রক্ত-সংবহনতন্ত্রের নালিকাগুলির প্রবহমানতা ৯৮ দশমিক ৪ ডিগ্রী ফারেনহাইট অতিক্রম
করলেই কৃমিকীট এবং লার্ভার শয্যা-সংগী হয়ে ক্রমশ আলো-নিঃশেষিত শ্বেতবামনে
রুপান্তরিত হয়।
লাবণ্যহীন
মৃত নক্ষত্রদের অনাহুত পরিক্রমার সঙ্গী হয়ে মারা হেঁটে যায় মরুতীর্থ হিংলাজের
দিকে।
অন্ধের কিবা
দিন কিবা রাত।
আজও তার
খুঁজে যাওয়া
আবর্জনার
বোধিস্তুপে হিস্টেরেক্টমির ছাঁট
কিম্বা পচা
ঘোটকীর মাথা।
0 মন্তব্যসমূহ