সাম্প্রতিক

6/recent/ticker-posts

মধুকৃষ্ণা চক্রবর্তী:কবিতা

 


কবিতা

আলো ছায়ার  অ্যালবাম




সাদার্ন এভিনিউ'র লেকের জলে এলিয়ে পড়েছে

নিভে আসা সূর্যের কমলা আভা

দুপাশের পাতায় অজস্র ডানার ওড়াউড়ি

এঁকে দিচ্ছে ঘরে ফেরার আলপনা



নজরুল মঞ্চের ঠিক উল্টোদিকে লেকভিউ এপার্টমেন্ট

এইমাত্র বেরিয়ে এলেন মিসেস শালিনী সোম

নিয়ম করে সান্ধ্যভ্রমণে আসেন লেকের রাস্তায়

আজ কেন জানি দূরের কোনো চেনাগন্ধে

এক মেঘবিকেলে দাঁড়িয়ে আছে সময়

হাওয়ার ইশারায় দুলতে থাকে কবেকার সুইং চেয়ার

ফ্লুরিজের কর্নার টেবিল,

ক্যাপুচিনো মাগে ভেসে থাকা কিছু ফ্রথ

ফাগুন জড়ানো সন্ধ্যা বিনিময়

ঠোঁটের গভীরে বয়ে যাওয়া অনন্তস্রোত!



চৈত্রহাওয়াও  শিখে গেছে নানা ছল

উড়িয়ে দিচ্ছে শুকনো পাতা,

ফ্লাশব্যাকে মধুবনীরঙ, 

সাদার্ন এভিনিউ ছাড়িয়ে

তাকে টেনে নিচ্ছে একটি নাছোড় বকুলগন্ধ!





                                        মধুকৃষ্ণা চক্রবর্তী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ