কবিতা
দ্য
ফল অফ অ্যাডাম অ্যান্ড ইভ
গুলমার্গ থেকে শ্রীনগর আসার পথে
পথের ধারে পরপর আপেলবাগান
তারই একটিতে নামিয়ে দিয়েছিল আমাদের।
তারপর কিছু বয়স্ক লোকের শিশুর বিস্ময় ও ছেলেখেলা
হাতের নাগালে থাকা থোকা থোকা আপেল
লাল, সবুজ, সোনালি, বাদশাহী
বেশ কিছুটা আগেই পেরিয়ে গেছে আপেল তোলার মরসুম
তবু যে বাগানের সামনের দিকটাতে
বিভিন্ন প্রজাতির
গাছে ঝুলে আছে থোকা থোকা আপেল
তার কারণ পর্যটক ও গাছের নীচেই বিপণন
তুমি আমি দলছুট হয়ে ঢুকে পড়েছি
এক নিভৃত আপেলের বনে
সাইনবোর্ডে লেখা : গাছ থেকে আপেল ছিঁড়লে পাঁচশো টাকা জরিমানা
দেবতার নির্দেশ কবে পালিত হয়েছে স্বর্গের
বাগানে ?
এও তো ভূস্বর্গ। আমরা আদিম মানব-মানবী।
এসো ছিঁড়ি একটি ফল, নাহলে রসভঙ্গ হবে প্রাচীন বাগানে
অস্বস্তি কাটিয়ে তুমি ছিঁড়ে নিলে, দিলে আমায় খেতে
তখনই ভয়াল ভীষণ দেবতার দূত দাঁড়াল এসে পাশটিতে
কথা কাটাকাটি, বাগ্বিতণ্ডা, হুলুস্থুল কাণ্ড
ততক্ষণে আমাদের সকল বন্ধুদল সেনা হাজির সেখানে :
পড়েছিল ঘাসের ওপরে, এতদিন ধরে গাছে পচছে, দু-একটি তো ঝরে পড়বেই
দশচক্রে ভগবান ভূত হয়
ঈশ্বরও ভূত হয়ে বিদায় নিলেন।
ভদ্রলোক হয়ে বেঁচে থাকা যায় ?
টকটকে লাল আপেলের উত্তেজনা
সবুজ রঙের বুকে গাঢ় লালের এই উস্কানি
কোনোদিন ঠেকাতে পেরেছে কোনো মানব-মানবী ?
সায়ন রায়
1 মন্তব্যসমূহ
ভালো লাগলো
উত্তরমুছুন