সাম্প্রতিক

6/recent/ticker-posts

অজন্তা রায় আচার্য :কবিতা:

 


দুটি কবিতা

তোমাকে

তোমার চোখে বিষাদ-চূর্ণ, আমি দেখেছি

এর চেয়ে মধুর কোমল আর কী হতে পারে !

নাই বা গেলে আদুল দখলদারিতে

ফুঁয়ে ফুঁয়ে মন জাগিয়ে ছায়া ফেলে চলে গেল যে প্রজাপতি 

তার যাত্রা পথে পর্দা টাঙিয়ে দাও

বাঁশির ছিদ্র থেকে ছিদ্রে নেচে গেয়ে যাও সহস্র রজনীর কিস্যা

তমসার কাছে যত নত-জানু, হটিয়ে দিয়ে ,তমসাকে ধারণ করো 

ততদিনে জেনে গেছ, বিষাদ-সম্ভোগে ফোটে জুঁই ফুল   

তার হাসির মাধুর্য গায়ে মেখে সুগন্ধি হয়ে ওঠো   

 সুখের কথা ভুলে গিয়ে দেখ; কত সুখে আছো    

 

   

এই পরম্পরায় তোমাকে চিহ্নিত করা হয়েছে

সমসাময়িকতার পথে চিহ্নের আড়ালে খুঁজে ফিরি অন্য কিছু

তোমার অসুন্দরতার মধ্যে যে সুন্দর বসে থাকে

তার সাথে কথা বলি

তাকে জাগিয়ে তুলি

তার অন্নদা চোখে চোখ রেখে সমাহিত হই

তোমার সনাতন-এ টেনে নিয়ে যায়   

যে কেন্দ্রে আমরা একদিন মিলিত হয়েছিলাম

 




                                              অজন্তা রায় আচার্য 

   

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ