পর্যটন
মৃৎপাত্র
ভেঙে গেলে ঘটাকাশ পটাকাশে মেশে
ভাঙা আয়না ও
চিরুণি পড়ে থাকে
উজান স্রোতে নৌকা বাওয়া, করুণ ভাটিয়ালি
ক্ষিতি ও তেজ থেকে অন্ন সংগ্রহ করে বেঁচে আছি পৃথিবীর তপ্ত মাটিতে
বারবার চুমু দিতে আসি
ছদ্মবেশে মণিকর্নিকার ঘাট থেকে কুন্তল খুঁজি
উন্মীলিত
পদ্মবনে মধু
আমাদের গৃহ
তবু বারবার লুন্ঠিত হয়
ইড়া ও
পিঙ্গলা পেঁচিয়ে ধরে সাপ
ভাষাপ্রেমিকের
কাছে এক দিবসের ছুটি চাই
শিরায়
শিরায় আগুন
কৃষ্ণবর্ণ
আঁধারে যমুনা পুলিনে শ্যাম
মহাব্যাপ্ত
শূন্যতা পেরিয়ে
উল্টোমুখে একা ফিরছি।
ইন্দ্রাণী পাল
0 মন্তব্যসমূহ