'আপনি কিছুই জানেন না মঁসিয়ে' সম্পর্কে
ভালোবাসার
অনেক কোল, প্রেম, বন্ধু,
মা, জানালা, আকাশ,
দরজা, ঘন্টা, মিনিট,
সেকেন্ড৷ একটা সম্পর্ক আপনাকে ঠিক কোন দিকে নিয়ে যাচ্ছে আর তার বাঁক
কোথায় কতটা সূক্ষ্ম কিংবা স্থূল তা নির্ভর করে রাসায়নিক প্রক্রিয়া চলে দুই
ব্যক্তির মধ্যে৷ এক এক বাঁকে এক এক নাম নেয়। যাকে আমরা অধ্যায় বলতে পারি, আবার অংশও বলতে পারি। এতো কিছু বললে এটা পরিষ্কার হয় ভালোবাসা একটা পথ।
ভালোবাসা একটা যাপন। ভালোবাসা জার্নি, যার পৌঁছোনোর জায়গা
কোথায় সম্পর্কে আবদ্ধ মানুষগুলো জানে না৷ কবি শীলা বিশ্বাসের কাব্যগ্রন্থ 'আপনি কিছুই জানেন না মঁসিয়ে' খানিকটা এমন কথাই বলে।
আপনি কিছুই জানেন না মঁসিয়ে:
শীলা বিশ্বাস
প্রকাশক : আলোপৃথিবী
মুদ্রিত মূল্য -১৬৫/-
0 মন্তব্যসমূহ