কবিতা
আমাদের কথা
একটু পরেই কেউ না কেউ এসে পড়বে।
সময় কম।
ছায়াহীন প্রাচীন নক্ষত্ররা জেগে উঠবে।
এই সন্ধ্যেবেলায় নিবিড় মহাবিশ্ব ঘুরে আসি।
চলো।
চোখের পাতায় একটু কাজল।
দিগন্তে ছোট্ট একটি মুখরিত টিপ।
রাত্রি গভীর হলে পৃথিবীও চলে যাবে শান্ত অনুভবে।
চলো।
কানের পাতায় দুলতে থাকা
তিরতিরে দুই তটিনীকে থামিয়ে দিয়ে বলি,
আমাদের যাত্রা শুরু কিন্তু জলপথেই।
সঞ্জয় আচার্য
0 মন্তব্যসমূহ