সাম্প্রতিক

6/recent/ticker-posts

শর্বরী চৌধুরী:কবিতা

 

  

দুটি কবিতা


অথচ

সারা জীবন তুমি অনুসরণ করে গেছ আমাকে

অথচ যখনই আয়নায় তাকিয়েছি, দেখেছি
আমি একা !
অন্ধকার রাস্তায় হাঁটার সময় শুনি তোমার পায়ের
আওয়াজ।
বিছানায় শুয়ে স্পর্শ পাই তোমার
আমার সঙ্গে গলা মিলিয়ে গান গেয়ে ওঠো তুমি
অথচ অথচ...............
 

 

সম্পর্ক


আমাদের সম্পর্কের মধ্যে শুধু আমি রয়ে

গেছিলাম, তুমি ছিলে না।
তাই সম্পর্ক টা হয়ে গেল আঁটোসাটো পুরনো
পোশাকের মতো।
তাতে জমল ধুলোবালি, মাকড়সার জাল,
নক্ষত্রের কান্না।
সব ছিল, শুধু তুমি ছিলে না !
 

 

 

 


শর্বরী চৌধুরী

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ