কবিতা
কী সুন্দর দেখতে আপনাকে !
বয়স বোঝাই যায় না, আচ্ছা আপনাকে কখনো
কেউ সিনেমায় নামার জন্যে....
বৃষ্টি নামলে আপনি ছুটে যান একটা গাছের দিকে
আমি চোখ বুজে বলে দিতে পারি
গাছটি নিশ্চয়ই বকুল বা কৃষ্ণচূড়া
যে আপনার বুকে মুখে, চকচকে কাঁধে
পাপড়ি ঝরিয়ে দিয়ে ধন্য হবে....
মর্নিংওয়াকে নয়, আমি চা বিক্রি করতে আসি
এই পার্কে,আর দূর থেকে
আপনাকে দেখি.....
মর্নিংওয়াক করলে সুন্দর দেখতে হয় মেয়েদের....
আমার বৌ, কন্ঠার
হাড়ওঠা মেয়েছেলে
ঘামাচির চলমান বিজ্ঞাপন
ওকে যদি কোনদিন
ভোরবেলা আপনার মতো.......
0 মন্তব্যসমূহ