সাম্প্রতিক

6/recent/ticker-posts

স্নেহাংশু বিকাশ দাস:কবিতা

 


কবিতা


অভিসার 



দুহাত শূন্য রেখে দোদুল্যমান হয়েছে এই পয়মন্ত শরীর

আর পুরনো সংসার হু হু বিষাদ মেখে

তছনছ করে ফেলছে ডিঙিনৌকোর আলো

কীর্তন দুপুরের এই অভিসার নিয়ে

আমরা ধুলোহীন দেওয়াল পেরোব

বালিঘর ভেঙে দিয়ে নিজেকে লুকিয়ে রাখব

মজে যাওয়া সেচখালে

মরচে ধরা সাঁকোর বুকে মেলে দেব পুরনো গানের কলি

আদুরে বেড়াল জানে সে গানের বৃষ্টিপাত

কীভাবে আগুন জ্বালে শরীরে ও ঘ্রাণে



স্নেহাংশু বিকাশ দাস



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ