দুটি কবিতা
মিথ্যে।
মিথ্যে নয়।
শালুক পাতার
ছায়া, সন্ধ্যা মনে হয়
ছেঁড়া তবু
ছেঁড়া নয়
মিথ্যে
গল্পের ঘাট হঠাৎ জলের গভীর
যে টান, শিকড়ে সহজে
ওর শরীরের
ভাঙচুরে কত জন্মের ঘোর
মিথ্যে নয়।
মিথ্যে।
ভেজা কাপড়
মেলে থাকা রাতে
আদিম আকাশের
নিচে প্রকাণ্ড শূন্য
শরীর মেলে
রাখছে বর্ণমালার দাগ
ক্ষয় ক্ষত
সহজাত বোধে
কখনও
বেসকালার কখনও স্বাধীন
0 মন্তব্যসমূহ