আমার যাবতীয় মিথ্যেগুলো ফ্রয়েডিও মোড়কে মুড়ে
তোমার হাতে
তুলে দিয়ে বললাম -টিফিন বেলা খেও।
সেই দুপুর
থেকে আমার মিথ্যেগুলো
ছুরি দিয়ে
কেটে মুখে তুলেছ কাঁটাচামচে
কখনো বা
খেয়েছো শুধুমাত্র চামচ দিয়েই
ন্যাপকিন
দিয়ে আলতো করে মুছেছো ঠোঁট
সারা অফিস
তোমার ঘর বারান্দা সিঁড়ি লিফ্ট
রিসেপশন
জুড়ে তখন শুধু --ফ্রয়েড আর ফ্রয়েড।
সন্ধ্যেবেলা
তোমার সঙ্গে দেখা করতে যেতেই
ড্রয়িং রুমে
বসিয়ে মশলামাখামুড়ির মতো
সামনে এগিয়ে
দিলে এক কৃষ্ণগহ্বর
ভরশূন্য আমি
সেই নিকষ
কালো অন্ধকারে
বিগ ব্যাং
এর সুত্রধরে খুঁজে
চলেছি
আগামী জন্মের
গড পার্টিকেল।
আইবুড়ো
মেয়ের পা
হির হির করে
টানতে টানতে নিয়ে যায়
শীতদুপুরের
রোদ- তার কী বা করার থাকে।
আঁচলে বেঁধে
রাখা সমস্ত বয়ঃসন্ধি
সে উড়িয়ে
দেয় আমলকী বনে...
জলকলমির
জলায় স্নান সেরে চুপি চুপি
মনে মনে হয়ে
ওঠে পদ্মগন্ধা
বাদুড়ের
ডানায় নেমে আসা সাঁঝ অন্ধকারে
ভ্রমর আর
প্রজাপতির সাথে
নানা সামাজিক
ইকুয়েশনের অংক মেলাতে মেলাতে
জোনাকির
সন্ধ্যা পেরিয়ে যায়
কাক জোছনার
চাদরে ছায়া ঢেকে ঢেকে
সমস্ত জলছাপ
মুছে
লক্ষীর পায়ে
পায়ে সে ফেরে বাড়িতে
তার এই যাওয়া
আসা
আমারা কেউই
তা টের পাইনা।
1 মন্তব্যসমূহ
ফ্রয়েডিয় মোড়কে মিথ্যেগুলো সাজানো শিখতে হবে
উত্তরমুছুন