সাম্প্রতিক

6/recent/ticker-posts

সুবিৎ বন্দ্যোপাধ্যায় : কবিতা

 


দুটি কবিতা


বৈশাখ 

 

 

বিদায়ের প্রতিশ্রুতি নিয়ে প্রতিটি বৈশাখ আসে। 

একদিন ঠিক চলে যাবে, একদিন চলে যাবে, 

চলে যাবে ঠিক একদিন এটুকুই নিশ্চয়তা তার..

 

বিচ্ছেদের প্রতিশ্রুতি নিয়ে প্রতিটি বৈশাখ 

নৌকো ভিড়িয়ে দেয় ঘাটে, দড়িদড়া খুলে একদিন ঠিক 

চলে যাবে বলে।

 

প্রতিটি গাজনের মেলায় চড়ক গাছকে দুরন্ত ঘুর্নির শেষে 

শান্ত করে জলের তলটিতে আবার শুইয়ে দেবে বলে 

প্রতিটি নতুন বৈশাখ পুরনো চৈত্রের গায়ে গা ঘষে।

 

 

মা বলল বৈশাখ নিয়ে লেখ... 

মাঘের কাছাকাছি একটা দুপুরে দাঁড়িয়ে মা বলল বৈশাখ নিয়ে লেখ। 

 

শীত এখনো বাঘের গায়ে লেগে রয়েছে,শীত হাড়ের ভেতর মজ্জা কনকন করিয়ে দিচ্ছে, 

এখন আমি কী করে শীতল পার্টির গল্প লিখব। 

 

গল্প নয় গল্প নয় কবিতা, আচ্ছা কবিতাই সই।

এত শীতে দাঁড়িয়ে আমি কী করে বৈশাখ কে দেখতে পাব বল মা! 

এই গাঢ় শীতে ঘন মেঘে কত দিন আকাশে উজ্জ্বল হলুদ রোদ ওঠে না...



                                          সুবিৎ বন্দ্যোপাধ্যায়

 

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

  1. ভালোলাগল।
    সাবলীলতার অদ্ভুতসুন্দর প্রতিফলন অমায়িক আসঞ্জনে হিলহিলিয়ে উঠল সত্তা ব্যেপে...
    প্রথম কবিতাটিতে শেষ পংক্তিটি, আহা! অসামান্য!
    দ্বিতীয় কবিতাটি 'বৈশাখ' শিরোস্ত্রাণ মাথায় নিয়েও এক অনুপম দ্ব্যর্থবোধক কবিতা। কবিতা কল্পনালতা - এই ট্যাবু ভেঙে ফেলে এখানে প্রতিষ্ঠিত হচ্ছে গাঢ় অনুভবরেখা ছুঁয়ে দাঁড়িয়ে থাকা আত্মীয় কবিতার রক্তমাংসের শরীরখানি।
    শুভকামনা জানবেন।

    উত্তরমুছুন