পৃথিবীর
শেষ দিনটি
বিষয়টি এতই গূঢ় যে মনে হয় আমার
উচিত জলের নিচে গিয়ে এটা ভালোভাবে ভাবার সবচেয়ে জনপ্রিয় মতটি অনুযায়ী আকাশে বিস্ফোরণ
হবে আর জ্বলন্ত মেঘের ভেতর থেকে অশ্বারোহীরা বেরিয়ে আসবে, বিবর্ণ ও রক্তাক্ত,
তাদের পোশাক বিচ্ছিরি ভাবে উড়বে । রহস্যদ্ঘাটনের বিরক্তিকর কবিতাগুলোতে
তাদের লোহার বর্মগুলি বর্ণিত হবে নীলকান্ত মনির নীলের মত ।
সমুদ্রর চায়ের জলের মতো ফোটা বা
অলিভ গাছগুলি পুরে ছাই হয়ে যাওয়া কল্পনা করতে আমার কোন সমস্যা নেই । আমি এটাও
দেখতে পাই চাকার ভেতর চাকা ঘুরছে, চুল্লীর মুখগুলো, আর একটা
লাল জানোয়ার ব্যাবিলনের বেশ্যাকে কে নিয়ে যাচ্ছে ।
আমি ঘোষকের ঢাকের আওয়াজ শুনতে পাই
আর তাদের গোঙানি যারা মৃত্যু চেয়েছিল এবং পায়নি ।
কিন্তু এখানে এই ঘরটির শান্ত অক্ষাংশে
আমি কল্পনা করছি শেষটা আরো কম অপেরাসুলভ । হতে পারে একটা কালো ত্রিপল, নৌকার ছাউনির মতো,
এক রাতে ব্রহ্মাণ্ডের উপর নেমে আসবে। একটা হাত দৃশ্যে প্রবিষ্ট হবে আর
সুবিশাল নক্ষত্রপুঞ্জকে একটা কাগজের গোলায় দলা পাকিয়ে পরিত্যক্ত কাগজের ঝুড়িতে
ফেলে দেবে। একটা বিশাল দরজা বন্ধ হয়ে যেতে পারে। আমরা আগুন, বরফ, বিস্ফোরণ আর ক্ষীণ আর্তনাদ শুনতে পারি
সব একই সাথে ।
কিন্তু কার সময় আছে এমন ভয়ংকর
ভাবনাগুলো ভাবার যখন পৃথিবীর শরীর আমাদের ওপর চাপ দিচ্ছে তার সৌন্দর্যের ওজন নিয়ে, তার সুউচ্চ সমুদ্রমুখী
পাহাড় গুলো আর উপকূলের পাখির দল, তার সুন্দর সবুজ ঘাসে নিড়ানো
পথগুলি এবং গভীর পাইন বনানী ?
কে ভাবতে পারে এইসব একদিন হঠাৎ শেষ
হয়ে যাবে
কিন্তু একা ভবিষ্যৎদ্রষ্টাটি, কৃশ, দাড়িওয়ালা পথের কোনায় যার ছবি আমরা দেখি,
সে-ই এটাকে তুলে ধরবে
।
মূল কবিতা : The end of the world
কবি : বিলি কলিন্স
কবি পরিচিতি :
আসল নাম - উইলিয়াম জেমস কলিন্স ।
জন্ম : ২২ মার্চ,
১৯৪১, নিউইয়র্ক ।
বিলি কলিন্সকে উল্লেখ করা হয় একবিংশ
শতাব্দীর অন্যতম জনপ্রিয় আমেরিকান কবি হিসেবে । মানুষের জীবনের গভীরতর বিষয়গুলি
তার কৌতুক রসাত্মক লেখায় ধরা পড়ে যার জন্য তার কবিতাগুলি খুব জীবনমুখী ও ভাবনার খোরাক
যোগায় । ২০০১ থেকে ২০০৩ তিনি ছিলেন আমেরিকার পোয়েট লরিয়েট। পেশাগতভাবে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের
লেম্যান কলেজ-এর সম্মানিত অধ্যাপক (অবসরপ্রাপ্ত
২০১৬) । তাঁর লেখার স্টাইলটি স্বতন্ত্র, সহজ এবং ভনিতাহীন
, মূলত মুক্তগদ্য, যার কোন নির্দিষ্ট
একটা প্যাটার্ন, ছন্দ বা লাইন নেই । তিনি জীবনের
খুব ছোট ছোট সাধারণ জিনিস বা ঘটনাকে বেছে নেন এবং তাঁর লেখায় সে গুলোকে বড় এবং গভীর
অর্থ- ব্যঞ্জক করে তোলেন হিউমার ও কৌতুক রসাত্মক
শব্দ ব্যবহারে । সমালোচকদের মতে বিলি কলিন্সের এযাবৎ শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ – The Rain in Portugal :
Poems (2016) ।
0 মন্তব্যসমূহ