সাম্প্রতিক

6/recent/ticker-posts

বিকাশ চন্দ:কবিতা

 


কবিতা


জন্ম স্তব


 রোদ্দুরে সবুজ পাতা ফুলে ছিল মনোময় চেতনার সাড়া

একই বুকের ভেতর অসম বিভাজন প্রেমহীন 

পুড়িয়ে দিচ্ছে গর্ভকেশর সুন্দর স্বাধীকার টুকু

অবিরাম ঠোক্কর একই হৃদয়ের এদিক ওদিক

ভেসে চলে যায় ছিন্ন মুহূর্তেরা সম্পর্ক বোনা ঘর

লিপিবদ্ধ অধিকার ঢাকে খণ্ড খণ্ড পাথর শরীর 

 

শরীরে ভাঙে নাভিকুণ্ড নাছোড় ইতিহাস বদলের কি উল্লাস

বই কলম পাঠশালা উচ্ছেদ পোড়ে ভাষা ঘর

হপ্তার হিসেবে শুঁড়িখানা ঘিরে থাকে নিষ্ফলা কুয়াশা

ইচ্ছে হাওয়ায় উর্দি কেতা বোঝে রাতের ত্রাণ

ছিন্ন মুহূর্তের শিশুরা হামাগুড়ি দেয় রোদের সরলতায়

বেয়াড়া ছোকরারা নির্নিমেষ তাকিয়ে আলো মুখে

বিশুদ্ধ সিদ্ধান্তে পোশাক বদলে ব্যস্ত আমাদের পিতৃপরিচয়

 

অশ্রমোচনের কথাগুলো ভেসে যাচ্ছে প্রতিদিন শেষ বসন্ত জলে

বিষ কথা পুষে রাখে পদ্মযোনি সোনালী জোব্বায়

তেজারতি কসরত ছিঁড়ে ফেলে জন্ম দলিল

জন্ম বেদের কথা বদলে দেবে পাথুরে প্রবাদ

তবুও গুপ্ত গর্ভগৃহের উত্তাপ বোঝে জঠরে জন্ম স্তব

 

                                              বিকাশ চন্দ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ