সাম্প্রতিক

6/recent/ticker-posts

তনুজ নিয়োগী


 

শেষ সাক্ষাৎকার



কটি মজার ঘটনা, গপ্পের মত কিন্তু গপ্পো নয়...

আজ থেকে প্রায় তিরিশ বছর আগের কথা... আমার এক কবি বন্ধু ছিলেন... আমাদের থেকে বয়সে অনেকটা বড় তাই আমরা দাদা বলতাম... ধরা যাক তার নাম বাদল... তিনি ততদিনে উদীয়মান থুড়ি উদিত কবি... বিভিন্ন নামকরা পত্রপত্রিকায় কবিতা বেরোচ্ছে, কাব্যপাঠের অনুষ্ঠানে নিয়মিত কবিতা পড়ছেন ইত্যাদি... কিন্তু আমরা যে কারনে বাদলদাকে ভালবাসতাম তা হল তার সূক্ষ্ম রসবোধ...

বাদলদার এক তরুণ বন্ধু ছিল যে আমাদেরও বন্ধু ছিল... ধরা যাক তার নাম প্রদীপ... প্রদীপ ছিল উদীয়মান অভিনেতা... গ্রুপ থিয়েটারে অভিনয় করত আর গোপনে কবিতা লিখত... প্রদীপের নাট্যজগতের গুরু ছিলেন মাধবদা... ইনিই হলেন আমাদের আসল চরিত্র... তো তার একটি সংক্ষিপ্ত বর্ণনা অত্যন্ত জরুরী...

মাধবদার কতকগুলি বিশেষ গুণ ছিল... দীর্ঘদিন নাট্যজগতে সম্পৃক্ত থাকার ফলে ইনি কোথাও কোনো মানুষ দেখতে পেতেন না !!! সব মানুষই তার কাছে ছিল "character" অর্থাৎ "চরিত্র" !!! দুটো মানুষ কথা বললেই তিনি প্রদীপদের মানে তার ছাত্রদের বলতেন "ডায়ালগগুলো খেয়াল কর"... অর্থাৎ তার জগতে কোনো কথা ছিল না, শুধু "ডায়ালগ" !!! আর কোনো মানুষকে উনি চলতে-ফিরতে দেখতেন না... সেগুলো ছিল "movement" !!! তার বিশেষ গুণগুলির মধ্যে আরো একটি আমরা আবিস্কার করলাম যেদিন আমরা তাকে এক কাপ চা অফার করেছিলাম কাপ-প্লেট সহযোগে... সেদিন আমরা জানতে পারলাম যে তিনি ভাঁড়ে ছাড়া চা খান না !!! খুব নীচুস্বরে কিন্তু দৃঢ়তার সঙ্গে তিনি আমাদের জানিয়ে দিলেন...

আর একটা কথা বলা বাহুল্য হলেও বলা দরকার তিনি ছিলেন ঘোর বামপন্থী...

তো প্রদীপ একদিন বাদলদার সঙ্গে মাধবদার পরিচয় করিয়ে দিল... প্রদীপ এটাকে ওর মহান কর্তব্য মনে করেছিল !!! বাদলদা মাধবদাকে নাটক সম্পর্কে দু-একটি প্রশ্ন করেছিলেন... মাধবদা উত্তরে শুধু বলেছিলেন অমুকদিন আকাদেমিতে আমার নাটক আছে, পারলে আসবেন... প্রদীপের উৎসাহ বেড়ে গেল... নির্দিষ্টদিনে প্রদীপ বাদলদাকে বগলে ক'রে নাটক দেখতে নিয়ে গেল আকাদেমিতে...

নাটক শেষ হবার পর মাধবদার সঙ্গে বাদলদার গ্রীনরুমে সাক্ষাৎ... বাদলদার নিরীহ প্রশ্ন মাধবদাকে

"আচ্ছা মাধবদা, এই নাটকটার বক্তব্য ঠিক কী ???"

মাধবদা কোনো উত্তর দিলেন না, ধড়াচূড়ো ছেড়ে প্রকৃত পোষাক পরে, খুব ধীরে ধীরে আকাদেমির বাইরে এসে লিকার চায়ের অর্ডার দিলেন... ভাঁড়ে চুমুক দিয়ে বাদলদাকে জিজ্ঞেস করলেন,

"হ্যাঁ, আপনি কী প্রশ্ন করেছিলেন ???"

"না, মানে আমি জানতে চাইছিলাম এই নাটকটার ঠিক বক্তব্য কী ???"

"আপনি কোন্ অ্যাঙ্গেল থেকে জানতে চাইছেন ???"

"মানে ???"

"মানে এর সাইকোলজি, সোশিওলজি, আইডিওলজি, থিওলজি, নিওলজি না আরকিওলজিক্যাল দৃষ্টিকোণ থেকে ???"

"প্রথমে ঠিক কোন্ লজি থেকে জিজ্ঞেস করেছিলাম মনে পড়ছে না, তবে এখন আমি অ্যাপোলজি চাইছি !!!"

এই ছিল মাধবদার সঙ্গে বাদলদার “শেষ সাক্ষাৎকার” !!!

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ