সাম্প্রতিক

6/recent/ticker-posts

মৃণালকান্তি গায়েন :ছবিঘর:খেলা

 





খেলা"

  ভাস্কর্য ও লেখা: মৃণালকান্তি  গায়েন 


ব - দ্বীপ অঞ্চলে আমার জন্ম তাই কোথাও যেতে হলে সাঁকো বা নৌকা করে নদী পার হতে হয়। তাই নৌকা আমার কাছে ভাষার চেয়েও বেশি পরিচিত। কারণ আমি কথা বলতে শেখার আগে নৌকা দেখেছি ও চড়েছি। জেলে ডিঙি রূপের দিক থেকে দেখতে চতুর্থীর চাঁদের মতো। জেলেরা মাছ ধরার জন্য যখন নদীর জলে জাল বিছিয়ে দেয় অর্থাৎ জাল পাতে, জোয়ার ভাটার জন্য প্রায় পাঁচ ছয় ঘণ্টা পর সেই জাল  তুলে মাছ ধরে নেওয়া হয়। এই পাঁচ ছয় ঘণ্টা জেলে জেলেনি তাদের রান্না করে, বাচ্চাকে খাওয়ায়। কখনো কখনো বাড়ি থেকে এক সপ্তাহের জন্য মাছ ধরতে নৌকা নিয়ে নদীতে যায় তখন জেলে জেলেনী তাদের সন্তানদের নিয়ে যায়। নদীতে জাল পেতে দেওয়ার পরে সেই অবসরে তারা তাদের সন্তানদের নিয়ে খেলা করে। নদীর আলতো ঢেউ নৌকায় এসে লাগে, নৌকা দুলতে থাকে। ছলাত ছলাত শব্দ হয়। দুলতে থাকা নৌকা মা ও শিশুকে দোলায়।  ঢেউয়ের শব্দ ও ঢেউয়ের তালে তালে মায়ের ও শিশুর খেলা জমে ওঠে। মা আর শিশুর সেই হাসি, সেই নান্দনিক মুহূর্তের  প্রকাশ। নৌকায় মায়ের কাছে সব সন্তানই সমান। রাজ প্রাসাদে  রানী মা তার সন্তানকে যেমন ভালোবাসে, নৌকায় মাছ ধরতে গিয়ে জেলেনিও তার সন্তানকে তার সবটুকু দিয়ে আদর করে ও ভালোবাসে। এই দুই মায়ের সন্তানদের প্রতি ভালোবাসার কোনো তুলনা হয় না। পার্থক্য শুধু স্থানের। মা যেখানেই থাকুক, তার সন্তানের প্রতি ভালোবাসা চিরন্তন........

 

 


মৃণালকান্তি  গায়েন (ভাস্কর)




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ