দুটি কবিতা
বাণিজ্য
১
আমি এখনও সেই ভিত্তির কাছে ফিরে যাই
যেখানে দিনের পর দিন ভেরির দখল–
দিনান্তের পান্তা ফুরানো গল্প বলে চলতো আমাদের
ফলন ফুরিয়ে এলেই রাষ্ট্রের কৃষিপ্রথা
আলের ধারে দুয়ো দিত কৃষকের লাঙল চালনা
মরা কার্তিকের ঘ্রাণে শকুনে ছেয়ে যেত মাঠ...
আমরা সেসময় চাষাবাদ ভুলে–
হাতে তুলে নিতাম দলীয় পতাকা...
২
বস্তুত, চরিতার্থ সকলি বৃত্তাকার
রোমাঞ্চ আগেই ভেঙেছে; বিচ্ছেদের ডিঙি
জাহাজ হারানো আশঙ্কায় ছুটে গেছে একা
সাক্ষাৎ হবেনা জেনেও যে অধীর
তোমাকে দিকভ্রষ্ট করেছিল, বিশ্বাস করো
তারও ভেতর কাঁটাতার
তারও ভিতর ছিল সাবেকি বজরা
বর্ণময় এ-নাটমঞ্চের কতটুকুই বা আমরা জানি!
বস্তুত বৃত্তাকার সকলি অধরা...
2 মন্তব্যসমূহ
সাবেকি বজরার মতো তিস্তার বাণিজ্য। সহজ অথচ রহস্যময় ।
উত্তরমুছুনভালো লাগল।
উত্তরমুছুন