সাম্প্রতিক

6/recent/ticker-posts

রিমি দে

 


রিমি দে-এর কবিতা


বেশ কয়েক বছর আগের দিকে এমন একটা ধাক্কা খেয়েছিলাম,যেন হয়ে উঠেছিলাম মস্ত এক গাছের শক্ত কান্ড,কাঠচোরেদের
অনেকেই কেটে নিয়ে যে যার পছন্দমতো আসবাবপত্র বানিয়ে নিয়েছে..
বাকিটা বিক্রি ও বিতরণ
তবু কান্ড বৃদ্ধি বিরামহীন
আমিও পোক্ত ও সুপক্ক
কোন হাওয়াতেই দুলি না ভুলি না!

কান্ডে কাঠঠোকরার শক্ত ঠোঁটের ঠোকরের পর অবশেষে হার মানলাম
খুলে গেল গাছের ভেতরের আধা শহর
ফাঁকতালে কোটরের সাপও,তার সাথে মাটি
প্রলাপ মানুষ
         গরু ও ইঁদুর      'য়ে শ'য়ে গিরগিটি

কামু কাফকা ফুকো ও তুষার প্রধানে ভরে আছি
আমি ও আমার ভেতর...

এখন বাইরের ঘর আর ভেতরের ঘর মিলেমিশে

একাকার!

 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ