সাম্প্রতিক

6/recent/ticker-posts

জয়ন্ত চট্টোপাধ্যায়/পুরাণ সংখ্যা-জুন'২০২২

 


দুটি কবিতা

মিসিং লিংক 

ভুলনামের গায়ে কয়েকটি ফুলের রংভেদ
কুয়াশাগন্ধে জড়িয়ে বেদনার টলটলে কণা
অনুৎসাহী সকাল

কর্মহীন সুখের ভগ্নাংশে ক্ষীণ শিরোরুহ
যাত্রীবাহী গাড়ির ঠিকানাহীন সাইনবোর্ড
আন্দাজে ছুটে যায় অনাস্থার খেদ
মূল্যমান নেমে গেলে অকিঞ্চিৎ ললাটিকা
নামবাচক বিশেষ্যে তেমন জৌলুস নেই
ধুয়ে যায় বিগত বসন্ত রং

প্রাসঙ্গিক নদীটির বুকে যত স্বচ্ছতার কথা
ঢেউ জলে ধুয়ে যায় আক্ষেপগাথা
আঁচলের ভাঁজে লেখা পাওয়া না পাওয়া
তাও বুঝি ভেসে যায় মোহনার মুখে

মাটিচাপা সম্পর্কের গাছপালা জীবাশ্ম হলে
কে আর পড়ে নেবে সম্পর্কের হায়ারোগ্লিফ ?


      বামন  

জিরাফ গাছটি চেনে রাবণের সিঁড়ি
নন্দনবনে কিছু লংকার লাল ঝোপ
নচ্ছার ডালপালা গিলেছে দীর্ঘ চালাকি
ঝালটাল বেশি হলে মাফ,নিরীহ ক্যাপসিকাম
কৈশোরপ্রেম কোন তুতো দাদা বহুবীজী শোক
দাঁতের ঘাটশ্রাদ্ধ কেউ যাচে না লোভের দরাজ
ব্লুটুথ হেডফোন কানের সতীত্ব রাখেনি
দু বাক্সো চকোমিক্স গেলা লালঝোল লস্যির ঘাম
ফণা এক মৃতপুরুষ ভুলপ্রতিবিম্বের রেটিনা
নিশ্চিন্ত পিত্রালয়ের সীতাবট বা কাঁটা
সব বনে কমলপদের বিপদ তবু টেরাকোটা গলা
জিরাফঘোড়ার পা স্বর্গের দূত
সিঁড়ি কিছু মহাসতী নয় অহল্যাবিভ্রম,
জয়দেব দ্বিধা
ইন্দ্রসুখ ইন্দ্রিয়ের প্রবল বিভ্রম।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ