সাম্প্রতিক

6/recent/ticker-posts

গৈরিক

 




দুটি কবিতা


মহাপ্রভু 

 

যদিও দেবতা 

তবু 

কাউকে কাঁদিয়ে যাওয়া, পাপ... 

 

অভিমানে, অপমানে, নিজেরই অসাবধানে 

'পরের জনমে হৈও রাধা' 

–চেয়েছিল দেবী, নিজ প্রার্থনার গানে। 

 

সেই অভিশাপে 

রোমকূপ ছুঁয়ে-ছেনে বয়ে যাওয়া বসন্ত বাতাসে 

তিরতির্ তনু কাঁপে 

রাধাভাবে চোখ ভিজে আসে... 

 

 

মাথুর 

 

যারা জানে, তারা, জানে

বাকিরা উন্মাদ ভাবে। বলে–

 

ও মূরতি শ্যাম নয়, 

পড়েছে মেঘের ছায়া সায়রের জলে। 

 

 

 

 

 

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ