সাম্প্রতিক

6/recent/ticker-posts

নমিতা চৌধুরী

 


দুটি কবিতা


শ্বেত বিষাদ

 

মনে পড়ে সাদা ব্লাউজ

সাদা শাড়ি কালো পাড়

বর্ষার ভেজা হাত আর হেমন্তের বিন্দু শিশির 


উষ্ণ আঁচলের ছায়ায় বড়ো বিষাদ লুকিয়ে থাকে এক মায়া-ইতিহাস

শাড়ির প্রতিটি সুতো লিখে রাখে অব্যক্ত কথা

 

খড়ি কাটা এক দীর্ঘ বৃত্ত ঘিরে রেখেছে

সাদা ব্লাউজ, কালো পাড় সাদা শাড়ি আর একথালা সাদা নুন-ভাত।



 

বানভাসি সময়ে

 

জলে ভেসে যেতে যেতে

একটি পাতা আর একটি পাতাকে প্রশ্ন করে-

' আর কত দূর '?

উত্তর জানা নেই,

তাই প্রথম পাতাটি উদাস চোখে

আকাশের বৃষ্টি মাপে

তার ইচ্ছে জল যেন নদীতে গড়ায়

দ্বিতীয় পাতাটি ডাঙা চায়

অথচ ডাঙাহীন এই জলপথ।

 

তীব্র স্রোতের মুখে ভেসে যায় সব কিছু

মনে মনে বলি-' ছেঁড়া পাতা , তোমরা

সবুজ নৌকা হয়ে বেঁচে থেকো

নীল দিগন্তের সীমানায় '

 

 



 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ