দুটি কবিতা
১
লিপি
শ্রমণ, হতে পারে কোনো পছন্দের বৌমুনিয়ার দল
অথবা হতে পারে অগাধ উইপোকা
অথচ জন্মের কোনো লিপি নেই
মৃত্যুরও কোনো লিপি নেই
তবুও কী অবলীলায় শ্রমণের তলদেশ থেকে
মৃত্যু– শতাব্দী পাঠ করে চলেছে মানুষ
২
রাত্রির
উপাচার
ঠোঁটে রেখে গেছে জলের শতাব্দী
চিবুকে তীব্র ধনেশ
ব্যাস্তানুপাতে শুয়ে আছে কেউ
ঝাঁঝরা বায়ুতে মৃত মৌনের ঢেউ
জিভের গায়ে লেপ্টে আছে শীত
অপরাহ্ন, কতো সন্ন্যাসী চলা পথ
দৃশ্যে রেখে গেছে যত উপসংহার
মানুষ কেবল নির্বাসন, রাত্রির উপাচার
0 মন্তব্যসমূহ