সাম্প্রতিক

6/recent/ticker-posts

বিশ্বজিৎ লায়েক

 


দুটি কবিতা


সমান্তরাল


 

পড়ে রইল ঘর

উঠোন

বট গাছের ছায়া নিয়ে পালিয়েছে রোদ

ঝুরি নেমেছিল তার

জলের সন্ধানে

আলোর ভেতর অন্ধকারে কে

ঘুমোচ্ছে এখন

 

 

পড়ে রইল বাঁশ

ক্ষমতার চারপাশে এখন ঠাণ্ডা ভিড়

ভাঙা কেল্লা আগলে বসে আছে প্রতিশোধ

 

অবিশ্বাস কি শুয়ে থাকে

বালিশে রেখে মাথা

খিদে পেলে ঝিঙে পোস্ত ডাল মেখে

ভাত খায় 

জিভে নিয়ে অনন্ত স্বাদ

আবার শুয়ে পড়ে

আবার ঘুমোয়

 

গাছ থেকে খসে পড়ছে পুরনো চিৎকার

 

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ