সাম্প্রতিক

6/recent/ticker-posts

রত্নদীপা দে ঘোষ

 


দুটি কবিতা


যেদিকে তাকাই 



 

আকাশের স্বর মহাকাশের তান

প্রসন্ন নদী হংসিনী ভোর কোমর দুলানো বৃষ্টিকুলা

মঞ্জুরিত আলো‌য় ঘনঘন উথলায় গেরস্থের আসন

যেদিকে তাকাই সবুর আর মেওয়া-বন 

 




চার অক্ষরের শব্দ


 

যে রোদ আঁকা যায় না যে পাখি লেখা যায় না 

যে সমস্ত ডালপালা জড়িয়ে রাখে চোখ পলক আঁখি

যে বৃক্ষ যে দলিতবক্ষ বুকের ভেতর রুইছে ধানভানা 

সেই শব্দ উচ্চারণ কি মুখের কথা? 

সমুদ্রের তলদেশে সরবতের শিখা।

 

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ