হিন্দি কবিতার অনুবাদ
কবি - পবন করণ / অনুবাদ - মিতা দাস
১
বোরকা
আমায় তুমি বার - বার বল 
কিন্তু আমার একটুও
বিশ্বাস হয়না 
এটা সৃষ্টি কর্তা আমার
জন্য তৈরি করেছেন 
আমি যখন তোমার আদেশে 
এই পোশাক পরি 
আমার ক্ষত - বিক্ষত দেহ 
কখনো স্বীকার করতে
পারেনা 
স্বীকার করেও না 
প্রত্যেক বার চিৎকার
করে বলে 
না , এই পোশাক সৃষ্টি
কর্তা তৈরি করেননি 
তুমি তৈরি করেছ 
আমার মুখে ঈশ্বর ডাক
শোনার লোভে 
তুমি আমায় এই পোশাকটা
পরিয়েছো ।। 
২
এ্যালবাম
একটি একা নিঃসঙ্গ ,
নির্জন নারীর কাছে 
যাকে আমরা বুড়ি মা বলে
ডাকি 
ওর কাছে একটা এলবাম
রয়েছে 
ওর বাড়ির মতো পুরানো ,
ময়লা 
আর প্রত্যেক বার ছিঁড়তে
থাকা এলবাম 
এমনি - এমনি সে কাউকে সেই এ্যালবাম দেখায় না
সে সিন্দুকে বেশ যত্ন
করে রাখে 
কিন্তু উনি যখনই এ্যালবাম খোলেন
সেই নির্জন মহিলাও
খুলে - খুলে যান 
তার সঙ্গে ভয়ঙ্কর
শূন্যতাও খুলে যায় 
সেই নারীর হৃদয় বুকে  নয় 
সিন্দুকে বন্ধ এ্যালবাম স্পন্দিত হয় ।।
সংক্ষিপ্ত কবি পরিচিতি:
নাম - পবন করণ, জন্ম - 18 জুন 1964 স্থান - গোয়ালিয়র ( মধ্যপ্রদেশ ) শিক্ষা - 
কবি পবন করণ




0 মন্তব্যসমূহ