সাম্প্রতিক

6/recent/ticker-posts

পলাশ দে

 


দুটি কবিতা



মা


 

 

ও, কি বললো, 'চলে যাও'!

 

নিঃস্ব এক ধরনের ভ্রম,

তুমি কিছু একটা ধরে থাকো

হাওয়াও ধরতে পারো ,বসো, চা খাও পারলে

 

মরশুম উল্টে পাল্টে তদন্ত করতে যেয়ো না

তাকিয়ে থাকায় আমন ধান লেগে ছিল

নাকি দুই ভ্রুর মাঝখান চিরে কোনো উদ্বাস্তু নদী

 

'চলে যাও' উচ্চারণের স্বরে মায়ের মৃত্যুদিন ভেসে আসছে

 

 

অপরাধ


 

 

ভালো কোথায় লাগে

আমি যে রেওয়াজ করি পাখি

পাখি, দূর ভোলে না

ডাক হাতড়ে হাতড়ে বাসায় যাই, শিকড়ে

 

দানাপানি লাগে কোথায়

আমি তো রেওয়াজ করি জল

ঘাম মিলেমিশে সমুদ্র হয়

তোমরা ঘুরতে আসো নাইতে আসো

ডাবের খোল আর কন্ডমে ভরে ওঠে বালিয়াড়ি

 

আমি রেওয়াজ করি অপেক্ষা

একা, ধোঁকা দিচ্ছে আবার আবার 

 

অপরাধ লাগে , ভালো লাগছে

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ