দুটি কবিতা
১
নদীয়ালি
থেমে গেছে রাত্রিকালীন গান
যেমন সে থেমে যেত আগেও , বরাবর
অথচ শেষ পারানির পরও
কেঁপে ওঠে বটের শিকড়
নদীর অন্ধকার স্রোত , ছলছল
ছলছল
পিপাসা কাতর ।
খুঁজে ফিরি ,
অজস্র বোবা হাতে
খুঁজে ফিরি ,বেহালার ছড়
কোথায় রাখব নিজেকে
কী করে ঢেকে দেব , নক্ষত্র জ্বালা !
নদীর ভিতরে আরও এক নদী ;
কথা বলে
চলে ফেরে
গুপ্ত সে অক্ষরমালা
২
সাধন মার্গ
এই তো আর মা্ত্রই কয়েকটা দিন
ফেরার টিকিট হাতে দাঁড়িয়েছে শীত ,
বলেছিলে অনায়াস বলিষ্ঠ সুরে ।
তবু ঝরে যাওয়া পাতা
এবং
প্রেম
গিলে খেলো লুডোর সাপ খানি
পাখির ঠোঁট থেকে খুলে পড়লো খড়-কুটো দানা ..
তুমি নতুন সঙ্গীকে দিলে লাল নীল বসন্ত- কুরুশ
অথচ
শুধু ‘ভাল থেকো’ কথাটিকে , একবার বুনে দেব ভেবে
আমি ঘাতক ক্যালেন্ডার উপেক্ষা ক’রে
টানটান ফ্রেমে, কোমল গান্ধারে কাশ্মীরি ফোঁড় তুলে গেছি
পার্বতী ধ্যানে
0 মন্তব্যসমূহ