সাম্প্রতিক

6/recent/ticker-posts

মনোনীতা চক্রবর্তী

 


দুটি কবিতা


বিদ্যুৎলতা-১


 

জল সব আগুনকে নেভাতে পারে না

আগুনও সব জলে নেভে না...

 অভিজ্ঞতা  কত কী জানিয়ে যায়

শিখিয়ে যায়- 'ফিরে দ্যাখো' বলে।

 

অসহ্য এক আগুন আরও জ্বলতে 

 ডেকে নেয় অন্য আগুন। 

না-পাওয়া এক লাজবাব সুখের স্বর্গ...

 নীরবতা, হাঁটু মুড়ে বোসো। তোমার ইশারা আমার বুকে।

 জলে গুলে আগুন জ্বলে

তবু জ্বলে।

জ্বলাটাই আসল;

 হাজার ইচ্ছের ঝাড়বাতি

 

কিছু আগুন ঠিক চিনে নেয় কিছু জল

 

 



বিদ্যুৎলতা-২


 

চোখের রং একই লয়ে ভাঙছে।

 হাওয়া উড়ছে।

 বৃষ্টি ভিজছে।

 রোদ পুড়ছে। 

 

সারারাত পাতা ছেঁড়া খিদে

 

সম্পর্ক নিভে গেলে 

 

সাবালক হাসি আঠারোর হয়

 

সমস্ত চিত্রনাট্য থেকে খুলে পড়ি

 

জখম পায়ে ঠোঁট রাখি বেমালুম

 

ধোঁয়া বড়ো হয়ে ওঠে আগুনের থেকে

 

তুমি আরও বড়ো হয়ে ওঠো রাতের থেকে।

 

কেউ শ্বাস নিতে পারে

কারও দম বন্ধ হয়ে আসে...

 

ইশারা টুকরো হয়ে গেলে

পড়ে থাকে শুধু জখম...

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ