সাম্প্রতিক

6/recent/ticker-posts

অরুণ বালকৃষ্ণ কোলতকর--মধুছন্দা মিত্র ঘোষ

 



    মরাঠা মূল কবিতা - অরুণ বালকৃষ্ণ কোলতকর

    ভাষান্তর - মধুছন্দা মিত্র ঘোষ

 চা  দোকান 


চা দোকানের অল্পবয়সী নতুন ছোকরাটি

শান্তভাবেই দায়িত্বপালন করে 

 

যখনই তাকে তুমি শুধোবে কিছু

তখনই সে ভূতগ্রস্থ

 

বাসন ধোয়ার এঁটো সাবানজল

ছিটিয়ে দেবে তোমার মুখে

জলে ডোবানো বাসনপত্র ধুতেই থাকবে নাগাড়ে

 

আবার নির্দিষ্ট কোনও উপলক্ষে পেয়ালা-পিরিচ ধুতে লেগে যাবে  

 

 

 

কবি পরিচিতি -

   মরাঠা সাহিত্যের কবি অরুণ বালকৃষ্ণ কোলতকর। জন্ম ১লা নভেম্বর ১৯৩২ মহারাষ্ট্রের কোলাহপুর। মৃত্যু ২৫ সেপ্টেম্বর ২০০৪। মূলত উত্তর আধুনিক ধারার কবিতা লিখতেন। তাঁর কবিতায় পরাবাস্তবতার আঁচ পাওয়া যায়। গত শতকে 'লিটল ম‍্যাগাজিন আন্দোলন' এর শরিক হন। তাঁর ঝুলিতে রয়েছে প্রচুর সম্মাননা ও পুরস্কার। তারমধ‍্যে 'কমনওয়েলথ রাইটার্স অ‍্যাওয়ার্ড' (১৯৭৭), 'বহিনাবাঈ' পুরস্কার (১৯৯৫), 'মরাঠাওয়ারা সাহিত‍্য' পুরস্কার (১৯৯১), মরনোত্তর 'সাহিত‍্য আকাদেমি' পুরস্কার (২০০৫)।

  কবির লোকপ্রিয় কাব‍্যগুলির মধ্যে 'জেজুরি', 'দ্রোণ', 'চিরিমিরি', 'ভিজকি ভহি', 'কালা ঘোড়া' বিশেষ উল্লেখযোগ্য।

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ